শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিএনপি অন্ধ বলে উন্নয়ন দেখে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। কিন্তু বিএনপি অন্ধ বলে উন্নয়ন দেখে না। মাইক লাগিয়ে সারাদিন ভাঙা রেকর্ডের মতো মিথ্যাচার করে যাচ্ছে তারা।

রোববার (১৯ মার্চ) বিআইসিসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেবায় সব ধরনের ইনস্টিটিউশন গড়ে দিয়েছি। আধুনিক চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি খাতে হাসপাতাল করতে আগে যন্ত্রপাতি আনতে ট্যাক্স অনেক পড়তো। ৯৬ সালে সরকারে এসে ট্যাক্স কমিয়ে দিয়েছিলাম। সেই সুবিধা কাজে লাগিয়ে বেসরকারিখাতে বড় বড় হাসপাতাল হয়েছে। সেই সব হাসপাতালে আজ চিকিৎসা নিয়ে তারা বলে আওয়ামী লীগ কিছু করে নাই।

আওয়ামী লীগের হাতে নেয়া প্রকল্পগুলো বন্ধ করে দেশকে পিছিয়ে দেয়া হয় দাবি করে প্রধানমন্ত্রী আরও বলেন, ৯৬ সালে আমরা সরকার গঠনের পর বহু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছিলাম। বিদ্যুৎ উৎপাদনে কাজ শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে সে সব কাজ বন্ধ করে। বিদ্যুতের কোনো উন্নয়ন তারা করতে পারেনি। একদিকে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হয়েছে। কিন্তু ফেরার আগেই তা বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার উন্নয়নে আওয়ামী লীগ কাজ করছে। আজ আমরা গ্রামে শহরের সব ধরনের সুবিধা নিশ্চিতে কাজ করছি। গ্রামের প্রতিটি বাড়িতে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। এটি আমাদের নির্বাচনি ওয়াদা ছিল। এছাড়া একটি বাড়ি খামারের আওতায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ চলছে।

শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, আজ শতভাগ ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছে। কর্মসংস্থান বেড়েছে। এগুলো আওয়ামী লীগ সরকারের অবদান। কিন্তু বিএনপি অন্ধ বলে উন্নয়ন দেখে না। মাইক লাগিয়ে সারাদিন ভাঙা রেকর্ডের মতো মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগের করে দেয়া ডিজিটাল দেশের সুবিধা নিয়ে উল্টো বিএনপি সারাদিন বলে সরকার কোনো উন্নয়ন করেনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img