শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নতুন কিছু উদ্ভাবন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নতুন কিছু উদ্ভাবন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। মুনাফার দিকে না তাকিয়ে এমন কিছু উদ্ভাবন করা উচিত যা অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

রোববার (১৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংকল্প ঢাকা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা। এজন্য আমরা ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপনের পাশাপাশি এবার ১২টি নলেজ পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং ইন্টেলক্যাপ ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ কাদরী, এসবিকে ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ইন্টেলক্যাপ পরিচালক ভিঙ্কেট কোটামারাজু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img