শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিজেপি নেত্রীর মহানবীকে (সা.) কটূক্তি; ভারতকে ক্ষমা চাইতে বলল কাতার, প্রতিবাদ জানিয়েছে কুয়েত ও ইরান

হিন্দত্ববাদী বিজেপির নেত্রী নূপুর শর্মার মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির কড়া প্রতিবাদ জানিয়েছে কাতার। একই সাথে ভারতকে এই ইস্যুতে ক্ষমা চাইতে বলেছে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটি।

কাতারে সরকারের তরফে ভারতীয় দূতাবাসে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে।

ভারতীয় রাষ্ট্রদূতকে এই মর্মে তলব কাতার সরকার। কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাসে একটি কড়া চিঠিও পাঠানো হয়েছে। যেখানে ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে। কেবলমাত্র কাতারই নয়, ভারতকে তীব্র ভর্ৎসনা করেছে কুয়েত এবং ইরানও। এমনই সোশ্যাল মিডিয়ায় এই দেশগুলির নাগরিকরা ভারতীয় দ্রব্য বয়কটের ডাকও দিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৪ জুন। একটি সাংবাদমাধ্যমে বক্তব্য রাখার সময় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা।

বিজেপির মুখপাত্র নূপুর শর্মা

চরম আপত্তিকর সেই কটূক্তিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কানপুরে। এসময় হিন্দু মুসলমানদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। গ্রেফতার করা হয় ১৮ জনকে।

এরপরই নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি। যদিও সাসপেনশনের পরই তিনি ক্ষমা চেয়েছেন।

এই ইস্যুতে বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে বলা হয়, সব ধর্মকে সম্মান করে বিজেপি। ভারতের ইতিহাসে সবসময়ে সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে। কোনও ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করছে দল। এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেয় না বিজেপি।”

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে করা নূপুর শর্মা মন্তব্য বিজেপি সমর্থন করে না বলেও বিবৃতিতে দাবি করে বিজেপি।

সূত্র: এই সময়

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img