শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসলাম বিরোধী অপশক্তির মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মকে কুরআনের শিক্ষা দিতে হবে: আল্লামা বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, মুসলিম যুবকদের ইসলাম বিদ্বেষী ও নাস্তিক বানাতে একটি মহল অবিরাম কাজ করে যাচ্ছে। ইসলাম বিদ্বেষী অপশক্তির মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মকে আল কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কুরআনের সঠিক জ্ঞান অর্জন করতে পারলে পৃথিবীতে এমন কোন শক্তি নেই,যারা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে।

রবিবার (১০ জানুয়ারি) হাটহাজারীর কামাল পাড়ায় অবস্থিত মারকাযুল কুরআন ইসলামিক একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণী ও উদ্বোধনী ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমী মাদ্রাসাগুলোকে জনগণের মাদরাসা উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, জনগণের দান-অনুদানে কওমী মাদরাসাগুলো পরিচালিত হয়ে আসছে শত শত বছর ধরে। তাই জনগণের প্রতি কওমী আলেমদের দায়িত্ববোধও বেশী। সাধারণ মানুষ যাতে সহজেই আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিচয় পেয়ে নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারে সেই দায়িত্ব নিতে হবে কওমী আলেমদেরই।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এমরান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাথুয়া মাদরাসার মুহাদ্দিস,হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ,ইছাপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী,মেখল মাদরাসার শিক্ষক ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি রাশেদ,হাটহাজারী উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কামাল উদ্দিন, ইছাপুর মাদরাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান,হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মাওলানা নিজাম সাইয়্যিদ, লালখান বাজার মাদরাসার শিক্ষক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, হাসান তারেক কনক, শেখ মাহবুব জাহেদ ও মুহাম্মাদ রাশেদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img