শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রতিদিন গড়ে ৩৭টি বিবাহবিচ্ছেদ; তালাক দেওয়ার ক্ষেত্রে এগিয়ে নারীরা

রাজধানীতে গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১২ হাজার ২৬৮টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ৩৭টি সংসার ভেঙ্গে যাচ্ছে। অর্থাৎ ঘণ্টায় তালাক হচ্ছে একটির বেশি।

সিটি কর্পোরেশনের তথ্যমতে, প্রতি মাসে তালাক হচ্ছে এক হাজার ১১৫টি। এদিকে মোট হিসাবের মধ্যে সাত হাজার ৮৯০টি তালাক দিয়েছেন নারীরা এবং পুরুষরা দিয়েছেন চার হাজার ৩৭৮টি তালাক। অর্থাৎ ৬৫ শতাংশ তালাক দিয়েছেন নারী আর ৩৫ শতাংশ তালাক দিয়েছেন পুরুষরা।

এর আগে ২০২০ সালে দুই সিটি করপোরেশনে মোট তালাক কার্যকর হয়েছে ১২ হাজার ৫১টি এবং ২০২১ সালে করোনা মহামারির সময় এ সংখ্যা ছিল ১৪ হাজার ৬৬১।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারির তথ্যানুযায়ী, গড়ে বিবাহিত নারী-পুরুষের দশমিক ৪২ শতাংশই তালাকপ্রাপ্ত। সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ হচ্ছে রাজশাহীতে, আর দ্বিতীয় অবস্থানে আছে খুলনা ও সিলেট; তৃতীয় ও চতুর্থ অবস্থানে ঢাকা ও ময়মনসিংহ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img