বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বঙ্গবন্ধু বাংলাদেশের সবচেয়ে বড় কবি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কবির নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি চারণের বেশে নদীমাতৃক এ বাংলাদেশের নদীর তীরে তীরে ঘুরেছেন। পাহাড়, পর্বত, সমতলে ঘুরেছেন।

শনিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলায় বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ আয়োজিত রবীন্দ্র-নজরুল মঞ্চের উদ্বোধন এবং তিন দিনব্যাপী জাতীয় চারণ কবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৬৪ জেলার ৫৬ হাজার বর্গমাইলের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলেছেন, জেনেছেন ও সবার সম্মিলিত উচ্চারণ যা আমরা ৭ মার্চের ভাষণে পাই। তিনি যে কবিতাটা পড়েছিলেন ‌‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ এটাই আমাদের জীবনের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কবিতা।

তিনি বলেন, যে কবিতা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, অধিকার প্রতিষ্ঠা করেছে; যে কবিতার পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণ হয়েছে এবং আমরা সেই সোনার বাংলাকে ধরে রাখতে চাই। সোনার বাংলাকে ধরে রাখতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমাদের কবি-সাহিত্যিকদের জানতে হবে; সেটাকে ধারণ ও লালন করতে হবে। যেন কোনো অপসংস্কৃতি আমাদের আঘাত না করে।

উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মুহাম্মাদ আসলাম, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম. এ কুদ্দুস প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মাদ আবু সৈয়দ হোসেন এবং এলাকার সুধীজনসহ বাউল ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img