বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

৪২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলী পুলিশ

গত শুক্রবার (২৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের সামনে হামলায় ৭ ইসরায়েলি নিহত ও ১০ জন আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইলের পুলিশ। হামলা দু’টির পর ইসরাইলের কথিত সন্ত্রাস দমন ইউনিটের কর্মকর্তারা জেরুজালেম এলাকায় স্থায়ীভাবে অবস্থান করছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পুলিশ কমিশনার কোবি শাবতাই এ হামলার দিকে ইঙ্গিত করে বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি নাগরিকদের উপর এত বড় হামলার ঘটনা ঘটেনি।”

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এ হামলার প্রশংসা করলেও হামলাকারীকে তাদের সদস্য বলে দাবি করেনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস অভিযানে ৯ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে চলেছে।

সূত্র: বিবিসি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img