বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দারিদ্র্যপীড়িত পরিবারগুলোকে সাহায্য করা আমাদের কর্তব্য: আফগান উপ-প্রধানমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফী বলেছেন, আফগানিস্তানের আশ্রয়হীন, অনাথ ও দারিদ্র্যপীড়িত পরিবারগুলোকে সাহায্য করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) আলেম ও প্রবীণদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এছাড়াও এ বৈঠকে তিনি আফগান-আমেরিকা যুদ্ধে শহীদ ও এতিম হওয়া পরিবারগুলির সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ বৈঠকে মোল্লা মনসুর খালিদ, যিনি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সদস্য তিনি শহীদ পরিবারগুলোর মৌলিক সমস্যাগুলো উল্লেখ করেন।

মাওলানা হানাফী উল্লিখিত সমস্যাগুলি সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা করার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য; তালেবানদের উৎখাত করতে ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ করে আমেরিকা। ওয়াশিংটন তালেবানদের অভ্যুত্থান ঠেকানোর জন্য এবং তহবিল পুনর্গঠনের জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করেছে। আফগানিস্তানে থাকা জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশন অ্যাসিসটেন্স মিশন ইন আফগানিস্তান বলছে, ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১ লাখেরও বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img