শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগানিস্তানে তীব্র শীতে ১৬৬ জনের মৃত্যু

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সাম্প্রতিক প্রচণ্ড শীতের জেরে এ পর্যন্ত অন্তত ১৬৬ জনের মৃত্যু হয়েছে।

দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২৪টি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শনিবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, গত সপ্তাহের চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে ১৬৬-তে উঠেছে।

বন্যা, তুষারপাত ও তুষারঝড়ের কারণে প্রায় এক শটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দেশজুড়ে শীতে ৮০ হাজার গবাদি পশু মারা গেছে।

গত ১০ই জানুয়ারি থেকে আফগানিস্তানে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানে ব্যাপক তুষারপাত, বরফের ঝড় ও নিয়মিত বিদ্যুিবভ্রাট হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এ সপ্তাহে বাদাখশান প্রদেশের একটি গ্রামেই গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণে ১৭ জন মারা গেছে। বিরূপ আবহাওয়া সেখানে সাহায্য পাঠাতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img