শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ডান্ডা মারা শুরুর আগেই বিএনপির নেতারা হাসপাতালে ভর্তি হচ্ছেন : মৃণাল কান্তি

ডান্ডা মারা শুরুর আগেই বিএনপির নেতারা হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

তিনি বলেন, আরে মিয়া সাহেবেরা বহু দেখেছি। ঠাকুরগাঁওয়ের চখা রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঙ্কার দিচ্ছে। ডান্ডা মারা তো শুরুই হয় নাই। এখনই হাসপাতালে ভর্তি হন। আর বাকি দিন তো পড়েই রয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস এ কথা বলেন।

মুন্সীগঞ্জে তার নির্বাচনি এলাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন থেকে অনেকটাই বঞ্চিত দাবি করে মৃণাল কান্তি দাস বলেন, পদ্মা, মেঘনা, গোমতী, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীর পাড়ে এ এলাকায় রয়েছে অনেক চর, হাওড়, বাওড়। সেখানকার মানুষ অনেক কষ্টে আছেন বন্যা-নদী ভাঙনে। রয়েছে ভূমি দস্যুতা, বালু দস্যুতা। বালু দস্যুরা মানুষের ভূমি কেড়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী চান এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে। আর বালু দস্যুরা দিনে-দুপুরে প্রশাসনের নাকের ডগায় ভেপু দিয়ে চার-পাঁচ ফিট মাটি কেটে নিয়ে যাচ্ছে। কৃষকরা চাষ করতে পারে না। জেলা প্রশাসককে জানাই। পুলিশকে জানাই। কোথাও সহযোগিতা পাই না। এলাকার মানুষের জানমালের জীবন রক্ষা করতে অসহায় এমপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন তাকে বিজয়ী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের এক কাতার হয়ে লড়ার অনুরোধ জানান তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যখনই নির্বাচন আসে, ২০০৮ সালে পারেনি। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে চেষ্টা করা হয়েছিল। খালেদা জিয়া একশ দিন রাস্তায় বসে ভিক্ষা করেছিল আমাদের হটাতে। কিন্তু পারেনি। শেষে আপনাআপনি লেজ গুটিয়ে নেংটি কুকুরের মতো ঘরে ফিরে গেছে। এইবারও স্পর্ধা দেখাচ্ছে। মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে। ধমক দিচ্ছে, দেখিয়ে দেবে। বিচার করবে। ফাঁসি দেবে।

নিজের বক্তব্যের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকারের কাছে বাড়তি সময় চেয়ে সরকারি দলের এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার একটু সময় দেন। পত্র পত্রিকায় যা দেখি, আপনাকে কত দিন আর এই আসনে পাই ভবিতব্যই জানেন।

সরকারি দলের কবিরুল হক বলেন, আমার এলাকায় অনেক কিছু হয়েছে। নতুন কিছু চাই না। কিন্তু দুর্ভাগ্য আমার এলাকার মানুষের একটি স্বপ্ন ছিল। আমার একটি নদী আছে নবগঙ্গা নদী। সে নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করার জন্য এলাকার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম। সে স্বপ্নের কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম। সড়ক জনপথ সেতুমন্ত্রীর কাছে বলেছিলাম। আমার সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনারা একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। প্রকল্পটি ২০১৭ সালে কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ ছিল মাত্র দুই বছর। দুর্ভাগ্য এদেশের আমলাদের কারণে, এ দেশের দুর্নীতিবাজ কিছু আমলাদের কারণে সেই প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। সরকারের প্রায় একশ কোটি টাকা পানিতে বিলীন হচ্ছে। একথা কি কখনও শুনেছেন মানানীয় স্পিকার, একটি ব্রিজের পিলার একটি ট্রলারের আঘাতে নদীগর্ভে বিলীন হয়ে যায়? এই দুখের কথা এই কষ্টের কথা আমি কার কাছে বলব!

সরকারি দলের সংসদ সদস্য সিমিন হোসেন বিধবা ভাতা বাড়ানো, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতির ব্যবস্থা করা এবং জেলা সদর হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার দাবি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img