শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আমেরিকা গোপনে আফগানিস্তানের দায়েশকে অর্থায়ন করছে: রাশিয়া

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রদূত জামির কাবুলভ বলেছেন, আমেরিকা বর্তমান আফগান সরকারের বিরোধিতায় লিপ্ত দায়েশসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলির সাথে যোগাযোগ করছে ও গোপনে তাদের অর্থায়ন করছে।

গত শনিবার (২১ জানুয়ারি) রাশিয়ার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

কাবুলভ বলেন, মার্কিন সামরিক বাহিনী কাবুলে থাকাকালীন সময়েই তালেবানের বিরোধীদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তার লজ্জাজনক সামরিক ও রাজনৈতিক পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তারা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় বাঁধা দিতে চায়।

তিনি বলেন, “আমেরিকা গোপনে দায়েশের পৃষ্ঠপোষকতা করছে। তাদের লক্ষ্য আমাদের মধ্য এশিয়ার বন্ধু রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করা। যা রাশিয়ার নিরাপত্তাকেও ক্ষুণ্ন করে।”

উল্লেখ্য; আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তালেবান আফগান সামরিক বাহিনীর কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই ২০২১ সালের আগস্টে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়নি। তাদের উপর চাপিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। পাশাপাশি বেআইনিভাবে আফগান সম্পদ জব্দ করে রেখেছে।

সূত্র: কেপি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img