বিভিন্ন সময় ভারতের হিন্দু সম্প্রদায়ের নানান কুসংস্কারের খবর গণমাধ্যমে প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায় এবার এক হিন্দু পরিবারে গর্ভধারণের আশায় স্ত্রীকে জোরপূর্বক মৃত মানুষের হাড় গুঁড়া করে খাওয়ানোর অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। স্থানীয় তান্ত্রিকের পরামর্শে শ্মশানে নিয়ে তারা এ কাজ করেছেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর ওই নারী গিয়ে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায়। এরপরই পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।
পুনে নগর পুলিশের উপকমিশনার সুহায়েল শর্মা বলেন, আইপিসির ৪৯৮এ, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারা ও কুসংস্কারবিরোধী আইনের ৩ ধারা অনুসারে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় ওই নারী শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে বিয়ের সময় নগদ টাকা, স্বর্ণ ও রুপার গয়না যৌতুক হিসেবে নেওয়ার অভিযোগ করেন।
উপকমিশনার শর্মা আরও বলেন, মহারাষ্ট্রের কোনকান অঞ্চলে নারীকে জলপ্রপাতের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কালো জাদু চর্চা করতে বলা হয়। এই কালো জাদু করার সময় আবার তান্ত্রিকের সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শ্মশানে গিয়ে তদন্ত চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ।