বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আসামে মাদরাসার সংখ্যা কমানোর ঘোষণা দিলো মুখ্যমন্ত্রী হিমন্ত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাদরাসার সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেন, সরকার রাজ্যে মাদরাসা সংখ্যা কমাতে এবং মাদরাসা ব্যবস্থার নিবন্ধন শুরু করতে চায়।

শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সাংবাদিক সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা প্রথম দফায় রাজ্যে মাদরাসার সংখ্যা কমাতে চাই।

তিনি আরও বলেন, আমরা মাদরাসায় সাধারণ শিক্ষা চালু করতে চাই এবং মাদরাসায় নিবন্ধন ব্যবস্থা চালু করতে চাই। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কাজ করছে এবং তারা এতে সহায়তাও করছে।

তার দাবি, আমরা এই বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কাজ করছি এবং তারা আসাম সরকারকে এ বিষয়ে সাহায্যও করছে।

এর আগে গত মঙ্গলবার আসামের পুলিশের মহাপরিচালক (ডিজিপি) ভাস্কর জ্যোতি মহন্ত বলেছিলেন, রাজ্যের মাদরাসা ব্যবস্থায় সংস্কার আনার জন্য আলোচনা চলছে।

আর গত সোমবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে আসামের ডিজিপি বলেন, আসামে মাদরাসাগুলো সঠিকভাবে চলছে। মাদরাসা চালাচ্ছেন এমন ৬৮ জনের সাথে আজ আমরা কথা বলেছি।

তিনি বলেন, তারা ছোট মাদরাসাগুলোকে বড় মাদরাসার সঙ্গে একীভূত করার বিষয়ে আলোচনা করেছেন।

তার ভাষায়, কীভাবে মাদরাসায় আরও সংস্কার আনা যায়, নিয়ম নির্ধারণ এবং বোর্ড গঠন করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। আমরা ছোট মাদরাসাগুলোকে বড় মাদরাসার সাথে একীভূত করার বিষয়েও কথা বলেছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img