শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের রাষ্ট্রদূত সিহাদ এরগিনায়ের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।

আজ রবিবার (১৫ জানুয়ারি) কাবুলে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত সিহাদ এরগিনায় গত বুধবার (১১ ই জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে ঘটে যাওয়া বিস্ফোরণে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে সিহাদ এরগিনে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তুরস্ক মানবিক সহায়তার জন্য আফগানিস্তানে ৭ টি পণ্যবাহী জাহাজ প্রেরন করবে। তিনি আরো জানান, সাহায্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি তুরস্কের সমবেদনা ও আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মাওলানা মুত্তাকি দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img