বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসরাইলকে বয়কট করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে কঠোরভাবে বর্জন করার বিষয়ে ওমানের সংসদের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতী শায়েখ আহমেদ বিন হামাদ আল-খালিলী।

গত শুক্রবার (৩০ ডিসেম্বর) তিনি বলেন, “আমরা ওমানের সম্মানিত শুরা কাউন্সিলের প্রস্তাবকে কঠোরভাবে সমর্থন করি। ইসরায়েল কর্তৃক নিপীড়িত ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত আগ্রাসন ও তাদের অধিকার উপেক্ষা করার জন্য এই প্রস্তাব বাণিজ্য ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ইহুদিবাদীদের সম্পূর্ণভাবে বয়কট করে।”

তিনি আরো বলেন, “হাদিস অনুসারে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা বাধ্যতামূলক; এক মুসলিম অন্য মুসলিমের ভাই; সে তার প্রতি অন্যায় করে না এবং তাকে অন্যায়কারীর হাতেও তুলে দেয় না।”

জানা গেছে, তার এই মন্তব্যেকে আরবরা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে প্রশংসা পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ওমানের শুরা কাউন্সিল গত সোমবার ইসরায়েলের সাথে সম্পর্ক নিষিদ্ধ করার জন্য একটি খসড়া সংশোধনীতে ভোট দিয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে খেলাধুলা, সাংস্কৃতিক, অর্থনৈতিক যোগাযোগ, ব্যক্তিগতভাবে বা অনলাইনে ইসরায়েলিদের সাথে যোগাযোগের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img