শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে

বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় পাওয়া এক বাংলাদেশিকে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন এএনআই এ খবর দিয়ে বলেছে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা দিল্লির খানপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার সঙ্গে ছিল গুলিবোঝাই একটি পিস্তল। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

দিল্লি পুলিশকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, মামলায় জামিন নিয়ে সে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে। তারপর ২০১০ সাল থেকে ওই ব্যক্তি ভারতে অবস্থান করছিলো।

তাকে অপহরণ ও পরে হত্যা মামলায় ২০১৩ সালে বাংলাদেশে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। দিল্লি পুলিশ বলেছে, তাকে ধরিয়ে দিতে বাংলাদেশ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

বাংলাদেশে ভয়াবহ নানা অপরাধের সঙ্গে যুক্ত সে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img