শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তুরস্কের কোনিয়ায় ৭৫০ জন হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

তুরস্কের কোনিয়ায় অবস্থিত ‘ইমাম-খতীব’ পরিচালিত একটি মাদরাসার ৭৫০ জন হাফেজে কুরআনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ”মুস্তাফা বুয়ুক্কাপ্লান আনাদুলো স্কুল ইমাম হাতিপ” নামের মাদরাসাটির হাফেজ-হাফেজাদের সংবর্ধনার জন্য এক জমকালো আয়োজন করা হয়েছিলো।

এতে উপস্থিত ছিলেন, তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তাফা সেনতপ, ধর্ম বিষয়ক প্রধান ডক্টর আলী আরবাশ, প্রেসিডেন্ট এরদোগানের ছেলে ডক্টর বিলাল এরদোগান প্রমুখ।

অনুষ্ঠানে তুরস্কের পার্লামেন্টের স্পিকার মোস্তফা সেনতপ হাফেজ-হাফেজাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সাফল্য কামনা করেন।

তিনি বলেন, কুরআন মুখস্ত করা একটি বিশেষ যোগ্যতা যা সবার মধ্যে থাকে না।

তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান আলি এরবাশ বলেন, আমি চাই যে আমাদের মসজিদের মিম্বরগুলো হাফেজ-হাফেজাদের দ্বারা অলংকৃত হোক। পাশাপাশি আমাদের ইমাম-খতিব পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ গুলোতে ও হাফেজ শিক্ষক থাকা উচিত।

তিনি আরো বলেন, কুরআন মুখস্থ করার দ্বারা আমরা আমাদের হৃদয়কে আলোকিত করেছি। এখন আমাদের হৃদয় পরিপূর্ণ আলোকিত হয়েছে। এটিকে আমাদের জীবনে প্রয়োগের মাধ্যমে আমরা অন্যান্য মানুষকে পরিপূর্ণ আলোকিত হতে সাহায্য করব যাতে তারা আধার ও অজ্ঞতা থেকে পরিত্রাণ পেতে পারে। আমরা একটি মহৎ সংগ্রামে প্রবেশ করব যাতে তারা মহান আল্লাহর আদেশ ও নিষেধ অনুসারে জীবনযাপন করতে পারে।

তিনি বলেন, হাফেজদের মূল দায়িত্ব হল ইসলামের দিকে আহ্বানকারী হওয়া।

তিনি আরো বলেন হাফেজ হিসাবে আপনি আমাদের ভাই হাফেজরা নবীর উত্তরাধিকারী হওয়ার সবচেয়ে বেশি যোগ্য। সেই হিসেবে তারা হলেন ইসলামের পথে মানুষকে আহবানকারী। হাফেজ হচ্ছে সেই ব্যক্তি যার কাঁধে আমাদের নবী এই দায়িত্বগুলি অর্পণ করেছেন। আমরা ইসলামের সৈনিক হয়ে সমগ্র মানবজাতিকে আলোকিত করব।

সূত্র: দিনিয়াত ও ইয়ানি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img