বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

গুলবুদ্দীন হেকমতিয়ারের উপর হামলার নিন্দা জানিয়েছে আফগান সরকার

কাবুলে আফগান জিহাদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দীন হেকমতিয়ারের কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আবদুল কবির।

শনিবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে মাওলানা আব্দুল কবির এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানের শত্রুরা আফগানদের মধ্যে বিভেদ সৃষ্টি ও দেশের অভ্যন্তরে আতঙ্ক তৈরীর চেষ্টা করছে, সৌভাগ্যবশত আফগান জাতি শত্রুদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে সচেতন। তিনি বলেন এই ধরনের হামলার মাধ্যমে বিভেদ সৃষ্টি করা সম্ভব নয়।

বিবৃতিতে আফগান উপ-প্রধানমন্ত্রী গুলবুদ্দীন হেকমতিয়ারের কার্যালয়ে হামলায় হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রচেষ্টা বৃদ্ধি করার আশ্বাস দেন।

তিনি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। তবে এ ধরনের হামলা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের সহযোগিতা করা উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img