বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানিয়েছে সৌদি

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

শনিবার (৬ আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সৌদি ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ২ দেশের সংকট সমাধানে দ্রুত কাজ করা। সহিংসতা থেকে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

গতকাল শুক্রবার গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করে ইহুদিবাদী ইসরাইল। এতে হামাসের একজন কমান্ডার সহ ৪ জন হামাস কর্মী শহীদ হয়েছে। শহীদদের মধ্যে নিরহ শিশু ও মহিলাও রয়েছে। এপর্যন্ত ১৫ জন ফিলিস্তিনির শহীদ হওয়ার সংবাদ পাওয়া গেছে৷

ইসরাইলের হামলার পর প্রতিরোধ করে হামাস। এ পর্যন্ত ইসরাইলে ২০০ টি রকেট নিক্ষেপ করতে সক্ষম হয় হামাস৷ এছাড়াও সাধারণ বুলেট, হাত বোমা ও সীমান্তে বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনের বিক্ষুব্ধ জনতা।

উল্লেখ্য, গত জুলাইয়ে ইসরাইল থেকে সৌদি আরবে সফরে আসেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সৌদি সফরের আগেই ইসরাইলের জন্য সৌদির আকাশপথ উন্মুক্ত করে মুহাম্মাদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন সৌদি সরকার। সৌদির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: আল আরাবিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img