সোমবার, অক্টোবর ২, ২০২৩

ট্রেনের সাথে পুলিশের গাড়ির সংঘর্ষ; নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, একটি ট্রেন পুলিশ ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে ডিউটিতে থাকা আমার স্টেশনের তিন জন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- এস আই সুজন শর্মা ও কনস্টেবল সমর দাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ১২টার দিকে পুলিশের ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কা লাগে। এসময় তারা গিয়ে আহত পুলিশ সদস্যদের সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় সিগন্যাল ছিল না, গেটম্যান ছিলেন না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img