শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নিজ ভূখণ্ডের সন্ত্রাসবাদ দমনে ব্যার্থ আমেরিকায় বন্দুকধারীর হামলায় ৩ জনের মৃত্যু

ইনসাফ | নাহিয়ান হাসান

৩ জন সাধারণ নাগরিকের উপর গুলি চালিয়ে তাদের হত্যা করেছে আমেরিকার এক বন্দুকধারী।

রবিবার (২৭ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করে জিও নিউজ।

খবরে বলা হয়, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিস্টমাস ডে বা বড় দিন পালনের একদিন পরেই গত শনিবার (২৬ ডিসেম্বর) আমেরিকার ইলিনয় রাজ্যের রকফোর্ড শহরে এক আমেরিকান বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং অন্য ৩ জন গুরুতরভাবে আহত হয়ে পরে।

হামলার পরপরই এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একজনকে আটক করার কথা জানায় রকফোর্ড শহরের পুলিশ চীফ ড্যান ও’শিয়া।

সংবাদমাধ্যমকে এই ঘটনার ব্যাপারে তিনি জানান, হামলার খবর পাওয়ার সাথে সাথে রকফোর্ড পুলিশ পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছিলো এবং পরবর্তীতে সেখান থেকে একজন আটক করতে সক্ষম হয়। তবে নিরাপত্তার স্বার্থে এরচেয়ে বিস্তারিত কিছু আমরা এখন বলতে পারছি না।

তিনি বলেন, হামলার মূল কারণ জানতে সেই এলাকাটিকে নিরাপত্তা রক্ষীদের দিয়ে ঘিরে রেখে এখনো তদন্ত অব্যাহত রাখা হয়েছে।

উল্লেখ্য, অন্যান্য মুসলিম দেশগুলোকে নিরস্ত্র করতে ও সন্ত্রাসবাদ দমনের নামে অরাজকতা সৃষ্টিতে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধহস্ত হলেও নিজ দেশের সন্ত্রাসবাদ ও জনসাধারণকে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে তারা চরম ব্যার্থ।

বিভিন্ন স্থানের পাশাপাশি শহরের স্কুল-কলেজগুলোতে শিশুদের উপর বন্দুক হামলার অহরহ ঘটনায় সরকারের উপর বেজায় ক্ষুদ্ধ মার্কিনীরা।

সূত্র: জিও নিউজ, ভয়েস অফ আমেরিকা, গ্লোবাল নিউজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img