শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

প্রতি ভরিতে ১৭৫০ টাকা দাম কমলো স্বর্ণের

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দুই দিনের ব্যবধানে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। ভালো মানের তথা ২২ ক্যারটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৮ হাজার ২১১ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুসারে ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯৮ হাজার ২১১ টাকা। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণেল দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস, যা পরদিন থেকে কার্যকর হয়। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img