গত সপ্তাহে, মুসলিম সাংসদ দানিশ আলীকে সন্ত্রাসী ও মুসলিমদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভারতীয় সংসদে এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয় বিজেপির দিল্লির সাংসদ রমেশ বিধুরি। এ কর্মকাণ্ডে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ধরনের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে দেশটির রাজস্থান প্রদেশের টঙ্ক জেলার নির্বাচনের দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাকে যেন এক ধরণের পুরস্কার প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
টঙ্ক বিধানসভার আসন সংখ্যা চারটি। এ বিধানসভা গুলোর মধ্যে শুধুমাত্র একটি আসন বিজেপির হাতে থাকলেও বাকি তিনটি রয়েছে কংগ্রেসের হাতে। কংগ্রেসের হাতে থাকা তিনটি বিধানসভার মধ্যে টঙ্কের দায়িত্বে রয়েছে সচিন পাইলট, যেটি বিজেপির বিশেষ আগ্রহের বিষয়।
টঙ্ক জেলায় উল্লেখযোগ্যভাবে গুর্জার সম্প্রদায় ও মুসলিমদের বসবাস রয়েছে। তাই বিজেপির বিশ্বাস গুর্জার সম্প্রদায় থেকে আসা রমেশ বিধুরি এ অঞ্চলে নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে টঙ্কের বর্তমান প্রতিনিধি সচিন পাইলটও গুর্জার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন সম্মানিত ব্যক্তি।
এদিকে, বিজেপি মুসলিম জনবহুল এলাকা টঙ্কে বিধুরিকে পাঠিয়ে সেখানে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। তাদের দাবি এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ও অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি
এ ঘটনার নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এক্স বার্তায় তিনি বলেন, একজন মুসলিম সাংসদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রদানের জন্য বিধুরি পুরস্কার পেয়েছেন বিজেপির পক্ষ থেকে।
নিয়োগের প্রতিক্রিয়া দানিশ আলী বলেন, “এই ঘটনাটি বিজেপির আসল চেহারা ও চরিত্রের মুখোশ খুলে দেয়। তারা যদি এটা বিশ্বাস করে যে এই ধরনের ব্যক্তিদের সেখানে নিয়োগ দিয়ে নির্বাচনে জয়লাভ করা সম্ভব, তাহলে তারা ভুলের মধ্যে রয়েছে।”
ভারতীয় রাজ্যসভার সাংসদ কপিল সিবাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ঘৃণামূলক বিষয়টিতেও পুরস্কার প্রদান করছে বিজেপি।
সূত্র: মুসলিম মিরর