ভারতীয় পার্লামেন্টে “অসংসদীয় ভাষা” ব্যবহারের জন্য বিজেপির দিল্লির সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা ও নিজের নিরাপত্তার অনুরোধ করে দেশটির প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি লিখছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ দানিশ আলি।
গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে রমেশ বিধুরি দানিশ আলিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে, গত ২১ সেপ্টেম্বরে পার্লামেন্টে ঘটে যাওয়া এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন দানিশ। যে ঘটনাটি পার্লামেন্টের শালীনতা ও গণতান্ত্রিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে।
চিঠিতে তিনি লিখেছেন, “আমাদের এই পার্লামেন্টের নেতা ও শ্রেষ্ঠ জাতির প্রধানমন্ত্রী হিসেবে আপনি, সম্মানিত সাংসদ রমেশ বিধুরি যে অসংসদীয় ও অশালীন ভাষা ব্যবহার করেছেন সেখানে গভীর উদ্বেগের বিষয় খুঁজে পাবেন।”
চিঠিতে তিনি বলেন, “শ্রী বিধুরীর এমন আচরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিন্দা মূলক বিবৃতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যাতে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় ও এ ধরনের কাজের পুনরাবৃত্তি কেউ যেন ঘটাতে না পারে।”
দানিশ বিশ্বাস করেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিন্দামূলক বিবৃতি দেশবাসীকে আশ্বস্ত করবে।
গত সপ্তাহে পার্লামেন্টে বিধুরি কর্তৃক অশালীন আচরণের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি প্রদান করা হয় দানিশ আলিকে। চিঠিতে তিনি এ হুমকির বিষয়টি তুলে ধরে নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের কথিত অভিযোগ এনে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি লিখছেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। চিঠিতে তিনি দানিশের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য; বিধুরির মন্তব্যের পরে ভারতীয় গনমাধ্যম ও বিরোধী শিবিরে নিন্দার ঝড় বইলেও বিজেপি বা লোকসভা স্পিকারের তরফে তার বিরুদ্ধে আজও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
সূত্র: মুসলিম মিরর