শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তুরস্কের দিকে অগ্রসর হলে চড়া মূল্য দিতে হবে : গ্রীসকে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গ্রীসকে হুশিয়ার করে বলেন, আপনারা বেশি অগ্রসর হলে চড়া মূল্য দিতে হবে।

চলতি সপ্তাহে ন্যাটোর মিশনে পরিচালিত তুরস্কের যুদ্ধবিমান লক করে রাশিয়ার তৈরি গ্রীসের এস-৩০০এস প্রতিরক্ষাব্যবস্থা। এরপর থেকেই এথেন্স ও আঙ্কারার মাঝে উত্তেজনা তৈরি হয়।

কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত স্যামসান প্রদেশে তুরস্কের সবচেয়ে বড় টেকনোলজি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, গ্রীস! ইতিহাস স্মরণ করুন, সময়ে ফিরে যান। ইজমিরকে স্মরণ করুন।

ইজমির তুরস্কের পশ্চিমাঞ্চলে এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত একটি প্রদেশ। যা ১৯২২ সালে গ্রীসের দখলদারী থেকে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে উদ্ধার করেছিল তুরস্ক।

এরদোগান আরো বলেন, এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এথেন্সের দখলদারি আমাদের উদ্বেগের বিষয় না। যখন সময় আসবে প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img