শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইসলাম নিয়ে আপত্তিকর পোস্ট করায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন পাল আটক

ইসলাম ও মুসলমানদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেওয়ার অপরাধে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন পালকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে দিনাজপুরের বীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়। এই হিন্দু যুবক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সুজন তার নিজ ফেসবুক আইডিতে ইসলাম ও মুসলমানদের নিয়ে একটি পোস্ট করে। ওই পোস্টে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রতিবাদ শুরু হয়। বিষয়টি জানার সাথে সাথেই আমরা পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলি। পুলিশ সুজনকে শনিবার ভোররাতে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদির জানান, সুজনকে দিনাজপুরের বীরগঞ্জের বড় বাড়ি পাল পাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পাদন শেষে তাকে আদালতে পাঠানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img