বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

পুলিশ সরিয়ে দিলে আওয়ামী লীগ কতক্ষণ রাজপথে থাকতে পারবে, প্রশ্ন রুমিন ফারহানার

বিএনপি দলীয় এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ন্যায় বিচার দিতে ব্যর্থ হওয়া আওয়ামী লীগের মতো একটি সরকারের বিপক্ষে প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়। একটি গণতান্ত্রিক সরকারের সময় আন্দোলন, আর একটি ফ্যাসিস্ট সরকারের সময়ের আন্দোলন কখনই এক হয় না। বিএনপি গত ১৫ বছর ধরে আন্দোলনের মধ্যে আছে। আমরা আমাদের অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি এই আন্দোলনের মাধ্যমে। পুলিশ সরিয়ে দিলে আওয়ামী লীগ কতক্ষণ রাজপথে থাকতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন।

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর একটি হোটেলে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সঙ্গে রাজশাহীর বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয় সংসদ এক কক্ষ না হয়ে দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এতে দেশ স্বৈরশাসক বা এক নায়কতন্ত্রের কবলে পড়বে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img