সোমবার, অক্টোবর ২, ২০২৩

আবারও পদ্মার পানি বিপৎসীমার উপরে; ব্যাপক বন্যার শঙ্কা

বিপৎসীমার ৪সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফরিদপুরে পদ্মা নদীর পানি। এতে নদী বেষ্টিত চরাঞ্চলের ৬টি ইউনিয়নের লোকালয়ে পানি প্রবেশ করায় ব্যাপক বন্যার শঙ্কা করা তৈরি হয়েছে। একই সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন।

শনিবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা গেছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। গত কয়েকদিনে ১০টি বসতভিটে ও ২০একর ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেকেই বাড়ি-ঘর সরিয়ে নিয়েছে, আবার অনেকে নদী পাড়েই ঝুঁকি নিয়ে বসবাস করছে।

আরেকজন বাসিন্দা বলেন, গত দুই দিনে পদ্মার পানি বেড়ে ফসলী জমি তলিয়ে গেছে। পানিবন্দি অবস্থায় রয়েছে অর্ধশতাধিক পরিবার। যাদের নৌকা আছে তারা নৌকায় চলাচল করছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী বলেন, পানি বাড়ছে, তবে এখনো লোকালয়ে তেমন পানি প্রবেশ করেনি। এরপরও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি রাখা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img