বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গত রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাসপাতাল সূত্র জানা গেছে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। একান্ত সাক্ষাতে রাজনৈতিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন মহাসচিব।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভার ও হৃদরোগে ভুগছেন।