শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাওয়ালপিন্ডির সমাবেশ থেকে যে চমক দিলেন ইমরান খান

লংমার্চ পরবর্তী সমাবেশ থেকে বড় চমক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে ইমরান খান পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও গিলগিট বেলুসিস্তান প্রাদেশিক এসেম্বেলি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেন। এই দুইটি প্রদেশে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সরকার রয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সমাবেশে ইমরান খান এই ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছিলো ইমরান খান ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে যাবেন বা পিণ্ডিতেই অবস্থান কর্মসূচী ঘোষণা করবেন। তবে এর কোনটিই না করে তিনি তাঁর নেতৃত্বে থাকা তিনটি প্রাদেশিক এসেম্বেলি বিলুপ্তির ঘোষণা দেন। এর আগে ইমরান খান জাতীয় সংসদ বা ন্যাশনাল এসেম্বেলি থেকে পদত্যাগ করেছিলেন।

ইমরান খান জানান, তিনি বর্তমান শাসনব্যবস্থার কোনভাবেই অংশীদার হবেন না। তাই সারাদেশের সব এসেম্বেলি থেকে তাঁর দল পদত্যাগ করবে।

তিনি বলেন, ”আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশের সকল এসেম্বেলি থেকে পদত্যাগ করবো। দেশে ভাঙচুর করার চেয়ে ভালো এই দুর্নীতিবাজ প্রশাসনিক কাঠামো থেকে বের হয়ে যাওয়া। আমি আমাদের চিফ মিনিস্টারদের সাথে কথা বলেছি। আমি পার্লামেন্টারি দলের সাথে পরামর্শ করবো। আমরা কখন বের হবো ইনশাআল্লাহ আমি তারিখ জানিয়ে দেবো।”

ইমরান খান বলেন, ”স্বাধীনতা কেউ প্লেটে তুলে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। দাসত্বের শিকল এমনি এমনি খুলে পড়ে না, ভাঙতে হয়।”

জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ”ভুলে যাবেন না যে আমরা এক মহান জাতি। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি এজন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছি যে, আমার বিশ্বাস আল্লাহ একদিন আমাদের দেশের উপর দয়া করবেন।”

পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, বেলুসিস্তান ও গিলগিট বেলুসিস্তান প্রাদেশিক এসেম্বেলি থেকে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সাংসদরা পদত্যাগ করলে দেশের বেশীরভাগ অঞ্চলেই নির্বাচনের আয়োজন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এতগুলো আসনে উপনির্বাচন করা কেন্দ্রীয় সরকারের জন্য কঠিন হয়ে যাবে।

এক্ষেত্রে উপনির্বাচনের পরিবর্তে জাতীয় নির্বাচন ঘোষণা করা ছাড়া কোন উপায় থাকবে না কেন্দ্রীয় সরকারের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img