বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অবসের যাচ্ছেন পাকিস্তানের সবচেয়ে আলোচিত সেনা অফিসার জেনারেল ফয়েজ হামিদ

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ৫ অফিসারের একজন লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইমরান খান সরকারের আমলে ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর প্রধান ছিলেন। ইমরান খান তাঁকে সেনাপ্রধান করতে চেয়েছিলেন বলেও গুঞ্জন ছিলো। খবর জিয়ো নিউজের।

গত ২৩ নভেম্বর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে সেনাপ্রধান নিয়োগের জন্য যে ৬ অফিসারের নাম প্রেরণ করা হয়েছিলো, তাদের মধ্যে অন্যতম ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। তবে গত ২৪ নভেম্বর শাহবাজ শরীফ জেনারেল সাইয়েদ আসিম মুনিরকে সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্ত নেন। একই দিন ইমরান খানের সাথে পরামর্শ শেষে জেনারেল আসিম মুনিরকে সেনাপ্রধান নিয়োগ দেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি।

২০২১ সালে আফগানিস্তানের তালেবানের পুনরুত্থানের পিছনে তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়।

গত এপ্রিলে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল ক্বামার জাভেদ বাজওয়া।

জেনারেল ফয়েজ হামিদকে কেন্দ্র করেই জেনারেল বাজওয়ার সাথে ইমরান খানের বিরোধ তৈরি হয়। ইমরান চেয়েছিলেন জেনারেল ফয়েজ হামিদকে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ করতে। কিন্তু এই ক্ষেত্রে জেনারেল বাজওয়ার সিদ্ধান্ত ছিলো ভিন্ন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img