শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আজ রাওয়ালপিন্ডিতে ইমরান খানের সমাবেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে আজ (২৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লংমার্চ পরবর্তী সমাবেশ। এতে বক্তব্য দেবেন ইমরান খান।

সমাবেশস্থলে বিশালাকারের মঞ্চ ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে ২ কিলোমিটার লম্বা সমাবেশস্থল তৈরি করা হয়েছে। এতে চেয়ার রাখা হয়েছে দুই লাখের বেশি।

গত ২৮ অক্টোবর সরকার বিরোধী লংমার্চ শুরু করেন সাবেক পাক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

লংমার্চ চলা অবস্থায় গত ৩ নভেম্বর গুপ্ত হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হোন ইমরান খান। এরপর কয়েকদিন স্থগিত থাকার পর আবারো শুরু হয় লংমার্চ। যদিও আহত থাকায় ইমরান খান এর নেতৃত্ব দিতে পারেননি।

গত ১৯ নভেম্বর ইমরান খান ঘোষণা করেন ২৬ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে লংমার্চ। এবং সেখান থেকেই তিনি পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।

এদিকে সমাবেশ উপলক্ষে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাবের প্রাদেশিক সরকার নানারকম শর্তারোপ করেছে।

এছাড়াও গতকাল পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করে ইমরান খানকে সমাবেশ স্থগিতের আহ্বান জানান।

তবে অসুস্থ ইমরান খান গতকালই জানিয়ে দেন, তিনি সমাবেশে উপস্থিত হবেন।

ধারণা করা হচ্ছিলো রাওয়ালপিন্ডিতে সমাবেশের মাধ্যমে ইমরান খান সেনাপ্রধান নিয়োগ কার্যক্রমে প্রভাব সৃষ্টি করে চান। তবে গত ২৪ নভেম্বর সেনাপ্রধান নিয়োগ হয়ে গেলে এই ধারণা ভুল প্রমাণিত হয়।

বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খান বড় জমায়েত করে সরকার ও সেনাবাহিনীকে বার্তা দিতে চান।

এছাড়াও এই সমাবেশ কি একদিনে শেষ হয়ে যাবে, না অবস্থান কর্মসূচীর দিকে আগাবে, তাও অস্পষ্ট রেখেছেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী।

সূত্র : এআরওয়া, বোল ও ডেইলি জঙ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img