বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মুফতী রাফি উসমানী (রহ.)-এর ইন্তেকালে ড. এনায়েতুল্লাহ আব্বাসীর শোক প্রকাশ

এস এম সাইফুল ইসলাম: পাকিস্তানের গ্র্যান্ড মুফতী বা মুফতী আজম মুফতী রাফি উসমানী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন (জৌনপুরী পীর) ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী।

শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনিমানিক ২টার দিকে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল্লামা মুফতি শফী (রহ.)-এর সাজানো বাগানের ফুটন্ত দুই ফুল আল্লামা তাকী উসমানী ও আল্লামা রাফি উসমানী। দারুল ঊলুম করাচিতে এই দুই সহদর হাদীস শরীফের সুমহান খেদমত করেছেন যুগের পর যুগ। তবে একজন ইতিমধ্যেই চলে গেলেন।

তিনি বলেন, নিঃসন্দেহে উপমহাদেশের উলামায়ে কেরাম একজন যোগ্য অবিভাবককে হারালেন।

ড. আব্বাসী স্মৃতিচারণ করে আরও বলেন, আল্লামা তাকী উসমানী আমাদের সহীহ বুখারী শরীফ পড়িয়েছেন আর বড় ভাই মুফতী রাফি উসমানী (রহ.) সহীহ মুসলিম শরীফ পড়িয়েছেন। আল্লাহ সুবহানাহু তায়ালা তাকে যেনো জান্নাতে উচু মাকাম দান করেন সেই প্রত্যাশা কামনা করছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img