মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

‘স্পষ্ট হয়ে উঠেছে ইসরাইলের পতনের চিহ্নগুলো’

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতনের চিহ্নগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে।

আজ রবিবার (৯ মে) খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে’র পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুসাভি বলেন, শক্তির ভারসাম্য ফিলিস্তিনিদের পক্ষে পরিবর্তিত হয়েছে, আশার আলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি শিশু ঘাতক অবৈধ ইসরাইলের পতনের চিহ্নগুলোও ভেসে উঠছে।

তিনি বলেন, এবারের বিশ্ব কুদস দিবস ছিল প্রতিরোধের এবং আশা জাগানিয়া। অন্য বছরগুলোর তুলনায় এটা ভিন্ন।

সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি আরও বলেন, ২০ বছর পর ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকবে না বলে সর্বোচ্চ নেতা এর আগে যে কথা বলেছেন তা বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর প্রাথমিক নিদর্শন হচ্ছে প্রতিরোধ সংগ্রামীদের শক্তি অনেক বেড়েছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img