বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দক্ষিণ কোরিয়া-আমেরিকা সর্ববৃহৎ লাইভ-ফায়ার মহড়া করেছে

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বাহিনী বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সম্ভাব্য ‘পূর্ণ মাত্রার আক্রমণের’ অনুকরণে লাইভ-ফায়ার অনুশীলন শুরু করেছে। তারা বলেছে, এটি উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে তাদের ‘অপ্রতিরোধ্য’ সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য এই ধরনের সবচেয়ে বড় মহড়া।

হাউইটজার কামানগুলো উত্তর কোরিয়ার সাথে সুরক্ষিত সীমান্তের কাছে পোচিওনের একটি পাহাড়ে গুলি চালায়। যুদ্ধ ট্যাংকগুলো কৌশলে লক্ষ্যবস্তুতে গুলি চালায়; ফলে উপত্যকা জুড়ে ধোঁয়া, ধুলো এবং শকওয়েভ তৈরি হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার প্রায় আড়াই হাজার সেনা মহড়ায় অংশ নিয়েছিল। এরকম মহড়া এখন থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত আরো চারবার অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ার প্রথম সামরিক গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতির অনুমোদন দিয়েছেন। কিম বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবেলা করা প্রয়োজন।

বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইটটি উত্তর কোরিয়ার নজরদারি ক্ষমতাকে উন্নত করবে, এটি যুদ্ধের ক্ষেত্রে আরো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম হবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img