শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তুষারধসে পাকিস্তানে ১০ জন নিহত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় তুষারধসের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৬ জন।

শনিবার (২৭ মে) এ ঘটনা ঘটে। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিয়ামার-অস্তোর বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক তুফায়েল মীর বলেছেন, উদ্ধার তৎপরতা সহজতর করতে ও ধ্বংসস্তূপের নিচ থেকে লোকদের উদ্ধারের জন্য জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বরফের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তারাও সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

সেখানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান এ মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন ও স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান গিলগিট-বালতিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সেখানে আটকে পড়া ১ হাজার ১২২ জনকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন। এছাড়াও অন্যদেরকেও তুষার ও ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য সব সুযোগ সুবিধা দিতে নির্দেশ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img