শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সরকারকে বিদেশি প্রভুরা বাঁচাতে পারবে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে এবং সরকার দলের লোকদের কেউ ভিসা দেবে না। সরকারকে বিদেশি প্রভুরা বাঁচাতে পারবে না।

শনিবার (২৭ মে) নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। গোপন চুক্তির মাধ্যমে দেশের বহু এলাকা বিদেশিদের কাছে তুলে দিয়েছে সরকার। বিদেশি আগ্রাসনের পথ করে দিয়েছে তারা। ক্ষমতা থেকে গেলে সব বের হবে। কোনো প্রভু আপনাদের বাঁচাতে পারবে না। কোথাও ভিসা দেয়া হবে না। কোনো সভ্যদেশ আপনাদের যায়গা দেবে না, কোথাও আপনাদের যায়গা হবে না। বাংলার মাটিতেই থাকতে হবে।

মির্জা আব্বাস আরও বলেন, ক্ষমতাসীন দলের বিচার হবে, শাস্তি হবে। বিএনপির কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি সরকার, সব কিছুর বিচার হবে।

তিনি বলেন, ওবায়দুল কাদের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবেই সবকিছু মোকাবিলা করবে। জনগণই সব ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

নেতাকর্মীদের প্রতি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিরোধ ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img