শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আফগান ক্রিকেটাররা দেশ ও জাতির গর্ব : উপ প্রধানমন্ত্রী মাওলানা হানাফী

দেশের ক্রিকেটারদের প্রশংসা করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দ্বিতীয় উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, আফগান ক্রিকেটাররা দেশ ও জাতির গর্ব।

শুক্রবার (২০ মে) খোস্ত প্রদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা হানাফী বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের সকল ক্রীড়াবিদদের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করেছে এবং আগামীতে ক্রীড়াবিদদের অনুপ্রেরণা ও প্রশিক্ষণের দিকে আরও মনোযোগ দেওয়া হবে।

তিনি বলেন, আফগানিস্তানের সর্বস্তরের ক্রীড়াবিদরা বিশ্বকে শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে আফগানরা শান্তির পক্ষে, তারা যুদ্ধকে ঘৃণা করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খোস্ত প্রদেশের গভর্নর মাওলানা মোহাম্মদ নবী ওমারী, আনাস হাক্কানী, আফগান জাতীয় টেলিভিশনের মহাপরিচালক আহমেদ ওয়াসিক, খোস্তের পুলিশ প্রধান মাওলানা মাহবুব শাহ, ক্রিকেট বোর্ডের মহাপরিচালক মিরওয়াইস আশরাফ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নসিব খান।

এসময় বিজয়ী দলকে নিজ হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দেন আফগানিস্তানের দ্বিতীয় উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img