শনিবার, এপ্রিল ২০, ২০২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অর্থপাচার মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের জামিনের মেয়াদ ২৮ মে পর্যন্ত বৃদ্ধি করেছে আদালত।

বিশেষ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়ান ওইদিন পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করেন।

তবে বিচারক সুলাইমান শাহবাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

শনিবার লাহোরে স্পেশাল কোর্টে প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে ১৬০০ কোটি রুপি পাচার মামলার শুনানি শুরু হয়। সেখানে বিচারক তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। তবে এ মামলায় সুলেমান শাহবাজ বাদেও তাহির নাকভি এবং মালিক মাকসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিচারক বলেন, এই তিনজনকে এরই মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে পলাতক ঘোষণা করা হয়েছে। শনিবারের এই শুনানিতে বিচারক ইজাজ হাসান আওয়ান অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে আদালতে যাওয়া অন্যদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, তিনি নিজের নিরাপত্তা পরিষদকে নির্দেশ দিয়েছেন কাউকে না থামাতে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img