বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সিসিপন্থী মিশরের গ্র‍্যান্ড মুফতির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে মুসলিম ব্রাদারহুড

ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউজ অফ কমন্সে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে মিশরের গ্র‍্যান্ড মুফতি শাওকী আল্লামের দেওয়া অপবাদ ও মিথ্যাচারমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানালো দলটির সেক্রেটারি জেনারেল ইবরাহীম মুনির।

বুধবার (১৮ মে) গ্র‍্যান্ড মুফতি শাওকীর মিথ্যাচারের প্রতিবাদে হাউজ অফ কমন্সে একটি চিঠি প্রেরণ করেন তিনি।

চিঠিতে তিনি বলেন, সংসদীয় দলের বিরুদ্ধে মিশরের গ্র‍্যান্ড মুফতি ১৭ মে যে বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেছেন আমি সে বিষয়ে আপনাদের কাছে লিখছি। মারাত্মক মিথ্যার উপর ভিত্তি করে ব্রাদারহুডের বিরুদ্ধে বক্তব্যটি সাজানো হয়েছে, অথচ দলটি গণতন্ত্র ও শান্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এবং চরমপন্থা ও সহিংসতার সম্পূর্ণ বিরোধী। বরং মিশরের ক্ষমতায় থাকা সেনা ও নিরাপত্তা বাহিনীরাই মাত্রাতিরিক্ত সহিংসতায় লিপ্ত।

উদাহরণস্বরূপ তারা ২০১৩ সালে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পর শান্তিপূর্ণ ভাবে যারা এর প্রতিবাদ জানাচ্ছিলো তাদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনা করেছিলো। এমনকি তারা এখনো জনসাধারণকে দমাতে সহিংসতার আশ্রয় নিয়ে থাকে।

স্বৈরাচারী সরকারের আদেশে প্রায়শই স্বৈরাচার সিসির পক্ষাবলম্বনকারী বাহিনী তাদের বিরোধীপক্ষকে হিংসাত্মক বাক্যবাণে জর্জরিত করে উপস্থাপন করে থাকে, যা যুগের পর যুগ সুশীল সমাজের বিভিন্ন স্তরে অবদান রেখে আসা ব্রাদারহুডের অবদান ও ২০১২ সালে অনুষ্ঠিত মিশরের সর্বপ্রথম স্বাধীন ও সুষ্ঠ নির্বাচনে দলটির অংশগ্রহণের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করার নামান্তর।

মূলত অন্যান্য কর্তৃত্ববাদী স্বৈরাচারদের মতো স্বৈরাচারী সিসি বাহিনীরও একটি জুজুর দরকার ছিলো, যার জন্য তারা ব্রাদারহুডকে বেছে নিয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে তারা ব্রাদারহুড ভীতি ছড়িয়ে যাচ্ছে। ভীতি ছড়িয়ে সামাজিক বিভক্তি তৈরি করছে যাতে ব্রাদারহুডের বিরুদ্ধে বিচার পরিচালনা ও সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করতে সুবিধা হয়।

গ্র‍্যান্ড মুফতি শাওকী আল্লাম স্বৈরাচারী সিসি বাহিনীর অবস্থান নির্ণয়ে পার্লামেন্টে এসেছেন বলেও মন্তব্য করেন এই ব্রাদারহুড নেতা।

তিনি বলেন, বড় বড় প্রায় সকল মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ কর্তৃক নিন্দিত সিসি বাহিনীর অবস্থান নির্ণয়ে পার্লামেন্টে এসেছেন শাওকী আল্লাম।

বর্তমানে প্রায় ৬০ হাজার সিসি বিরোধীকে তারা আটক করে রেখেছে, যাদের অধিকাংশই বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো অমানবিক পরিস্থিতির শিকার। আর এগুলো তাদের মিলিটারি ও সহিংস বাহিনীর নিত্যদিনের অভ্যাস। এমন শত শত কেস নথিভুক্ত করা হয়েছে যা সন্দেহাতীতভাবে প্রমাণিত। অভ্যুত্থান পরবর্তী এমন অনেক ঘটনারও প্রমাণ পাওয়া যায় যা মানবতা বিরোধী গুরুতর অপরাধ বলেও বিবেচিত হতে পারে।

তাছাড়া শাওকী আল্লাম এমন ব্যক্তিত্ব যিনি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বিচারের আওতায় থাকা ১০৬ জনের মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছিলেন অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে সেই বিচার প্রক্রিয়া ছিলো অস্বচ্ছ।

প্রসঙ্গত মিশরের সর্বপ্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ মুরসির সরকারকে উৎখাতের পর স্বৈরাচারী সিসি সরকার কর্তৃক গ্র‍্যান্ড মুফতি পদে আসীন হওয়া শাওকী আল্লাম যুক্তরাজ্যে সফরকালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে মুসলিম ব্রাদারহুডকে দায়েশের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।

রাজনৈতিক ক্ষমতা দখলে ইসলাম ও ধর্মীয় বাণীকে তারা সমাজে প্রচার করে বেড়াচ্ছে বলেও দাবী করেন তিনি, যা দেশের পরিবর্তে সংগঠনের স্বার্থ রক্ষা করে বলে উল্লেখ করেন তিনি।

বক্তৃতাকালে হাউজ অফ কমন্সের সদস্যদের মাঝে একটি প্রতিবেদনও উপস্থাপন করেন তিনি যেখানে বিভিন্ন উপায়ে শহীদ হাসান আল বান্নাহ ও শহীদ মুরসির মুসলিম ব্রাদারহুডকে দায়েশ ও আল কায়েদা সহ আরো অন্যান্য গোষ্ঠীর সহযোগী সংগঠনরূপে উপস্থাপন করেন।

বিপরীতে সংগঠনটির পক্ষ থেকে শাওকী আল্লামের বক্তব্য ও প্রতিবেদনকে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যাচার দাবী করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img