শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাক-সেনাপ্রধান

সেনা দপ্তর ও কমান্ডারের বাড়িতে হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

তিনি বলেন, যারা এ হামলার পরিকল্পনা করেছেন, অংশ নিয়েছেন, প্ররোচনা ও উসকানি দিয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার (১৩ মে) পেশোয়ারে সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির বলেন, সশস্ত্র বাহিনী তার স্থাপনার পবিত্রতা ও নিরাপত্তা লঙ্ঘন বা ভাংচুরের আর কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না। কালো দিবসের সমস্ত পরিকল্পনাকারী, প্ররোচনাদানকারী, উসকানিদাতা এবং নাশকতাকারীদের বিচারের আওতায় আনার জন্য আমরা সংকল্পবদ্ধ।

গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়। ইমরান খানের কর্মী-সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর এবং লাহোরে এক সেনা কমান্ডারের বাড়িতে হামলা চালান।

ইমরান খানকে গ্রেফতারের পর সমগ্র পাকিস্তানে আন্দোলন ছড়িয়ে পড়ে যাতে অন্তত ১০ জন নিহত হয়। এই ঘটনায় দেশটিতে ৭২ ঘণ্টার বেশি সময় ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়।

সূত্র: জিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img