ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধি আন্দোলনে নিহত হাটহাজারী মাদরাসার ৩ শিক্ষার্থীসহ ৪ জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
হেফাজত নেতারা জানিয়েছেন, প্রশাসনের বাঁধার মুখে হাটহাজারী নেওয়া সম্ভব হয়নি নিহতদের লাশ। তাই চট্টগ্রাম মেডিকেলের সামনেই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতী করেন হেফাজতের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতী হারুন ইজহার চৌধুরী।
জানাজা শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।