শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সৌদি-ইরান চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে দিয়েছে: কিসিঞ্জার

সৌদি আরব ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে দিয়েছে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এ কথা বলেছেন।

হেনরি কিসিঞ্জার বলেন, চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান সম্পর্ক প্রতিষ্ঠার যে চুক্তি করেছে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ পাল্টে দেবে। এছাড়া ইসরাইলের জন্য এ চুক্তি অনেক কিছু জটিল করে তুলবে।

হেনরি কিসিঞ্জার আরও বলেন, এখন থেকে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে চীনের স্বার্থ বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ঘোষণা করেছিল যে, নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টিতে তার অংশগ্রহণ জরুরি। সৌদি আরব এবং ইরানের মধ্যে চুক্তি সই করার পদক্ষেপ নিয়ে চীন সেই পথেই এগিয়ে গেল।

বিশ্ব ব্যবস্থায় যে নতুন পরিবর্তন আসছে সে বিষয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে চুক্তি সইয়ে চীনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img