বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সবচেয়ে জরুরি নইলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।

আজ শনিবার (১৮ মার্চ) সকাল নয়টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব প্রিন্সিপাল মন্জুরুল কাদের চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা হাফেজ আজিজুল হক, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, ইসলামী ছাত্রসমাজের সভাপতি এহতেশামুল হক সাখী প্রমুখ।

উক্ত সাধারণ সভায় নেতৃবৃন্দ আসন্ন মাহে রমজান উপলক্ষে তেল, গ্যাস ও বিদ্যুৎসহ যাবতীয় জিনিস পত্রের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img