বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

শিক্ষা সিলেবাসে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ২০২৩ সালের শিক্ষা সিলেবাসে ইসলাম ও মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র পাকাপোক্ত করা হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, ধর্মীয় শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। অতএব, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

মুফতী রেজাউল করীম আরও বলেন, জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আজ ফুটপাতে নির্ঘুম রাত কাটাচ্ছে। বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের যে বাড়ি ভাড়া এবং বাসা ভাড়া দেওয়া হয় তা তাদের মর্যাদা ও শ্রমের সঙ্গে বেমানান। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণই এর সুষ্ঠু সমাধান।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মাদ আমিনুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img