মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

দুর্নীতির কারণে উন্নয়নের ফানুস চুপসে গেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সরকারের অব্যাহত অনিয়ম ও দুর্নীতিতে উন্নয়নের ফানুস চুপসে গেছে।

শনিবার (১৮ মার্চ) ১০ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, টিআইবির এক প্রতিবেদন বলছে আমাদের বছরে ১০ হাজার কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ৭৪ ভাগের বেশি দুর্নীতি হয়েছে পুলিশে, পরে রয়েছে পাসপোর্ট, বিআরটিএসহ ভূমি সেবা। শিক্ষা প্রতিষ্ঠানেও ঘুষ ছাড়া ভর্তি ও নিয়োগ হয় না। পিয়নের চাকরির জন্য ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়।

তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যম ইকোনমিস্ট কিছুদিন আগেও বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছে। আর এখন তারা বলছে দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে। আওয়ামী লীগ সরকার জনগণের পকেট কেটে লুট করে বিদেশে পাচার করছে। আর খেসারত দিতে হচ্ছে জনগণকে। ব্যাংকখাত, শেয়ার মার্কেটসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান আজ অর্থ লুট করে দেশকে ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ।’

এ সময় সরকারের লুটপাটের কারণে দেশের উন্নয়ন প্রজেক্টগুলো ব্যর্থ হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এয়ারপোর্ট রোড দিয়ে গাজীপুর গেলে তিনঘণ্টা হাতে নিয়ে বের হবেন। আমার জীবনের অর্ধেকটা সময় এই রাস্তার জ্যামেই কেটেছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতির মহোৎসব চলছে। জ্বালানি তেল আমদানিতেও প্রচুর দুর্নীতি হচ্ছে। এলএনজি ও এলপিজি আমদানিতে সরকারের বড় বড় মানুষ জড়িত। সরকারি ক্রয়েও প্রচুর দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারি দুর্নীতির কারণে ব্যাংকের টাকা হাওয়া যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাট হয়েছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়েছে। বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারি হয়েছে। এসবের মাধ্যমে দেশের জনগণের টাকা নাই হয়ে যাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img