বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

পাকিস্তান সরকার ও তেহরিকে তালেবানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তানের তেহরিকে তালেবান ও সরকারের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

যদিও সরকারের পক্ষ থেকে এ খবরের সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি।

পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানের সরকার ও তেহরিকে তালেবানের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির অর্থ কেবলমাত্র ওই দুপক্ষের মধ্যকার কোনো সমঝোতা নয় বরং এর সঙ্গে আরো অনেক পক্ষ জড়িয়ে আছে এবং এ পদক্ষেপের ফলে কাবুলে দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সংলাপের ক্ষেত্রও প্রস্তুত করেছে।

যদিও তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার অনেক আগে থেকেই পাকিস্তানের সরকার ও তেহরিকে তালেবনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে আসছে কিন্তু সাম্প্রতিক যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠকে আফগান তালেবান কর্তৃপক্ষ ভূমিকা রেখেছে এবং দুপক্ষকেই সংলাপ সফল হওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলেছে।

এ ছাড়া, পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের অন্তত ৫০ উপজাতি নেতাও পাক সরকার ও তেহরিকে তালেবানের মধ্যকার সংঘাত অবসানে ব্যাপক চেষ্টা চালিয়েছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img