শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরাইলের যুদ্ধমন্ত্রীর সঙ্গে আব্বাসের সাক্ষাতের তীব্র নিন্দা জানাল ইসলামি জিহাদ আন্দোলন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাক্ষাতের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি জিহাদ আন্দোলন।

ফিলিস্তিনের এই প্রতিরোধ সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের আপোষমূলক সাক্ষাৎ সত্ত্বেও জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে ইসলামি জিহাদ বদ্ধপরিকর।

ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, মাহমুদ আব্বাস বৃহস্পতিবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তার নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলার পাশাপাশি দু’পক্ষের মধ্যে অতীতে স্বাক্ষরিত চুক্তগুলো বাস্তবায়ন এবং যেসব চুক্তির কারণে উত্তেজনা বেড়েছে সেগুলো স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

ইসলামি জিহাদের মুখপাত্র তারিক সালমি শুক্রবার গাজায় এক বিবৃতিতে দখলদার ইসরাইলের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসন কর্তৃপক্ষের সহযোগিতার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের এ ধরনের নিরাপত্তা সহযোগিতা কেবল তেল আবিবের স্বার্থ রক্ষা করবে এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী শত্রুদের দমন অভিযান জোরদার করার ক্ষেত্র সৃষ্টি হবে।

ইসলামি জিহাদের মুখপাত্র বলেন, জাতীয় পর্যায়ে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনের এ ধরনের যোগাযোগকে বিশ্বাসঘাতকতা ও অপরাধ বলে উল্লেখ করা যায়। এর ফলে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রচেষ্টায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img