শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মুসলিম সাংবাদিক মুহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে দিল্লি পুলিশ

ভারতের মুসলিম সাংবাদিক মুহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে দিল্লি পুলিশ।

ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংসের অভিযোগে মুহম্মদ জুবায়েরকে অভিযুক্ত করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন (নিয়ন্ত্রণ) আইনের ধারা ৩৫ এর অধীনে নতুন চার্জ যুক্ত করেছে।

দিল্লি পুলিশ পাতিয়ালা হাউস কোর্টকে জানিয়েছে যে, এফসিআর-এর ৩৫ ধারার অধীনে এফআইআর-এ অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংস করার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুনানির সময়, দিল্লি পুলিশ মুসলিম সাংবাদিক মুহম্মদ জুবায়েরকে ১৪ দিনের জন্য রিমান্ড চেয়েছিল। অন্যদিকে মুহাম্মদ জুবায়েরের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।

উল্লেখ্য; দিল্লি পুলিশ একটি টুইটের অজুহাতে মুসলিম সাংবাদিক মুহাম্মদ জুবায়েরকে ২৭ জুন গ্রেপ্তার করে। মুহাম্মদ জুবায়ের ওলট্‌ নিউজের সহ প্রতিষ্ঠাতা। নূপুর শর্মার ইসলাম অবমাননা ইস্যুটি টুইটারের মাধ্যমে সামনে এনেছিলেন তিনি। মনে করা হচ্ছে, একারণেই তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ভারতের শাসক দল।

সূত্র : ডেইলি জং

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img