বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মধ্যপ্রাচ্যে জো বাইডেনের সফর নিয়ে যা বলছে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কথিত জেরুজালেম ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্য করে তোলার যে চেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে।

এক বিবৃতিতে হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যে যৌথ ঘোষণায় সই করেছে তা শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তেল আবিবের আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থনের কথা প্রকাশ করে।

হামাস আরো বলেছেন, ওয়াশিংটন অন্ধভাবে এবং নিঃশর্তভাবে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের লক্ষ্যের প্রতি সমর্থন দিচ্ছে। ঐতিহাসিকভাবে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ফিলিস্তিনি জনগণ ও ভূখণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। সেক্ষেত্রে তাদের এই নতুন যৌথ ঘোষণা ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা কোনো গুরুত্ব বহন করে না বরং তাদের দৃঢ়তা এবং প্রতিরোধের মাধ্যমে এই নতুন ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হবে।

হামাস প্রধান ইসমাইল হানিয়াও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুসলমান এবং আরব জাতিগুলোর ইচ্ছার বিরুদ্ধে ইসরাইলকে এই অঞ্চলে গ্রহণযোগ্য করে তোলার মার্কিন প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ, তাদের দখলদারিত্ব, কর্তৃত্ব ও সম্পদ লুটপাটের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আঞ্চলিক রাজনৈতিক জোট গঠন এবং কৌশলগত সংলাপ শুরুর আহ্বান জানান।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img